রাহাত - সিলেট
৫০১৪. Question
একদিন আমি বাগানে মাটির কাজ করি। কাজ শেষে অযু-ইস্তেঞ্জা করে যোহরের নামায আদায় করি। মাটির কাজ করার কারণে নখের ভেতরে মাটি ঢুকেছিল। অযু করার সময় সম্পূর্ণ পরিষ্কার করতে পারিনি। কিছু মাটি নখের ভেতর থেকে গিয়েছিল। জানার বিষয় হল, আমার অযু কি হয়েছে? এবং তা দ্বারা আদায়কৃত নামাযের হুকুম কী?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপানার অযু হয়ে গেছে এবং উক্ত অযু দ্বারা আদায়কৃত নামাযও সহীহ হয়েছে। কারণ নখের ভেতরে লেগে থাকা মাটি বা ময়লা পানি পৌঁছার জন্য প্রতিবন্ধক নয়। তাই এতে অযু-গোসলের ক্ষতি হয় না। তবে নখ বেশি বড় না রাখা উচিত। কারণ এটা সুন্নত পরিপন্থী। আর বড় হওয়ার কারণে তাতে ময়লা আটকে কখনো কখনো ভেতেরে পানি পৌঁছার ক্ষেত্রেও বাধা হওয়ার আশংকা থাকে।
-খুলাসাতুল ফাতাওয়া ১/২২; আলবাহরুর রায়েক ১/৪৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৪; মাজমাউল আনহুর ১/৩৬; আদ্দুররুল মুখতার ১/১৫৪