Jumadal Ula 1441 || January 2020

সালেম - ভোলা

৪৯৯২. Question

আমি নামাযের প্রথম রাকাতে ভুলে এক সিজদা করি। নামায শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পর স্মরণ হয় যে, আমি এক সিজদা করেছি। এখন আমার ঐ নামাযের হুকুম কী?

Answer

নামাযের প্রত্যেক রাকাতে দুুটি সিজদা করা ফরয। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি একটি সিজদা না করার কারণে আপনার ঐ নামায আদায় হয়নি। তা পুনরায় পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২০৭; আলহাবিল কুদসী ১/২১০; আলবাহরুর রায়েক ১/২৯৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ১/৯৫; আদ্দুররুল মুখতার ১/৪৪৭

Read more Question/Answer of this issue