Jumadal Ula 1441 || January 2020

হাসান - নাটোর

৪৯৯১. Question

আমি কয়েকদিন আগে ফরয নামাযের প্রথম রাকাতে ভুলে সূরা ফাতিহা না পড়ে সূরা পড়া আরম্ভ করি। সূরা পড়া শেষ হওয়ার পর আমার স্মরণ হয় যে, আমি সূরা ফাতিহা পড়িনি। এ অবস্থায় আমার করণীয় কী?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে স্মরণ হওয়ার পর প্রথমে সূরা ফাতিহা পড়বে, অতপর পুনরায় সূরা মিলাবে এবং সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করবে।

-কিতাবুল আছল ১/১৯৪; আলমাবসূত, সারাখসী ১/২২০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৬; খিযানাতুল আকমাল ১/৫৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৯৫

Read more Question/Answer of this issue