Shawal 1431 || October 2010

মুহাম্মাদ ইয়াসীন হাবীব - পল্লবী, ঢাকা

২০৩৫. Question

একটি ছোট্ট বইয়ে পড়েছি, খালি ঘরে প্রবেশের সময় এভাবে সালাম দেওয়া মুস্তাহাব-আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। কথাটি কি সঠিক? কোন হাদীস থাকলে বরাতসহ জানালে উপকৃত হব।

Answer

হ্যাঁ, কথাটি সঠিক। হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, খালি ঘরে বা মসজিদে প্রবেশকালে এভাবে সালাম দিবে-আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন।’’

বিখ্যাত তাবেয়ী ইকরিমা রাহ. থেকেও এরূপ বর্ণিত আছে।-মুসান্নাফ ইবনে আবী শায়বা ১৩/২২৩; আলআদাবুল মুফরাদ পৃ. ১০৫৫; ফাতহুল বারী ১১/২২; রদ্দুল মুহতার ৬/৪১৬

Read more Question/Answer of this issue