Rabiul Akhir 1441 || December 2019

রকীবুদ্দীন - নাটোর

৪৯৭০. Question

আমি আমার ল্যাপটপ মেরামতের জন্য একজন মেকারের দোকানে যাই। সব যন্ত্রপাতি খুলে দেখার সময় তার হাতে একটি দামি পার্টস ভেঙে যায়। আমি জরিমানা দাবি করি। কিন্তু সে তা দিতে অস্বীকার করে এবং বলে, অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য আমি কেন জরিমানা দিব? জানার বিষয় হল, শরীয়তের দৃষ্টিতে আমার জন্য কি তার থেকে জরিমানা নেওয়া অবৈধ হবে?

Answer

মেরামতকারী কাজ করতে গিয়ে তার দ্বারা কোনো কিছু নষ্ট হয়ে গেলে এর ক্ষতিপূরণ তাকেই দিতে হয়। এক্ষেত্রে কাজটি কি ইচ্ছাকৃত হল, না অনিচ্ছাকৃত হল তা বিবেচ্য হয় না। তাই উক্ত ব্যক্তি থেকে আপনি ক্ষতিপূরণ নিতে পারবেন।

-কিতাবুল আছার ২/৬৬১; বাদায়েউস সানায়ে ৪/৭৪; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ৬১১; ফাতাওয়া হিন্দিয়া ৪/৫০১; আদ্দুররুল মুখতার ৬/৬৬

Read more Question/Answer of this issue