যয়নুল ইসলাম - পুঠিয়া, রাজশাহী
৪৯৫৫. Question
আমি একদিন যোহরের নামাযের ইমামতি করছিলাম। প্রথম রাকাতে ভুলে সূরা ফাতিহার ১ম আয়াত উচ্চস্বরে পড়ে ফেলি। খেয়াল হতেই পরক্ষণে ২য় আয়াত থেকে আস্তে পড়া শুরু করি। এক্ষেত্রে কি আমাকে সাহু সিজদা করতে হবে?
Answer
না, সাহু সিজদা করতে হবে না। কেননা অনুচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাযে সূরা ফাতিহার এক-দুই আয়াত উচ্চস্বরে পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হয় না।
-আলমাবসূত, সারাখসী ১/২২২; ফাতহুল কাদীর ১/৪৪০-৪২; রদ্দুল মুহতার ২/৮১; এলাউস সুনান ৭/১৯০