Rabiul Akhir 1441 || December 2019

মুহিববুর রাহমান - সড়াইল, বি. বাড়িয়া

৪৯৪৮. Question

একবার দূরে কোথাও যাচ্ছিলাম। রাতে গাড়িতে উঠেছি। ফজরের সময় দশ মিনিটের জন্য বিরতি দেওয়া হল। আমি এবং আমার পাশের সিটের সাথী একসাথে নামায আদায় করলাম। আমি তো অযু করেছি কিন্তু সে অযু করেনি। তাকে জিজ্ঞাসা করলে সে বলল, আমি অযু করে উঠেছিলাম, আর বাসের সিটে বসে ঘুমালে অযু ভাঙে না। এখন মুফতী সাহেবের কাছে আবেদন, এ বিষয়ে সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।

Answer

বাসের সিটে যদি মোটামুটি সোজা হয়ে বসা হয় এবং নিতম্ব সিটের সাথে এঁটে থাকে তাহলে এ অবস্থায় ঘুমালে অযু নষ্ট হবে না। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি যদি ওভাবে ঘুমিয়ে থাকে তাহলে তার অযু নষ্ট হয়নি। সেক্ষেত্রে তার আদায়কৃত নামায সহীহ হয়েছে।

প্রকাশ থাকে যে, চেয়ার কোচের স্লিপিং জাতীয় সিট একেবারে ফেলে দিয়ে ঘুমালে অযু নষ্ট হয়ে যাবে। কেননা এক্ষেত্রে নিতম্ব সিটের সাথে এঁটে থাকে না।

-আততাজনীস ওয়াল মাযীদ ১/১৩০; মাজমাউল বাহরাইন পৃ. ৭৩; আলবাহরুর রায়েক ১/৩৮; হালবাতুল মুজাল্লী ১/৩৯০; ফাতাওয়া খানিয়া ১/৪১; রদ্দুল মুহতার ১/১৪১

Read more Question/Answer of this issue