আবদুল্লাহ হাসান - মাগুরা
৪৯৪৭. Question
মসজিদে যাওয়ার সময় রাস্তায় পড়ে গিয়ে হাত ছিলে যায়। এ অবস্থায়ই নামাযে শরীক হয়ে যাই। নামায শুরু করার সময় হাতের ছিলা জায়গাটা সাদা হয়ে ছিল। যখন নামায শেষ করি তখন দেখি রক্তে চামড়াটা লাল হয়ে আছে। এখন জানার বিষয় হল, আমার এই নামায কি সহীহ হয়েছে?
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে ক্ষত স্থান হতে রক্ত আশপাশে না গড়ালে আপনার নামায সহীহ হয়েছে। শুধু চামড়া লাল হওয়ার কারণে অযু নষ্ট হয় না।
-আলজামেউস সাগীর পৃ. ৭২; বাদায়েউস সানায়ে ১/১২২; ফাতহুল কাদীর ১/৩৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৪৩; রদ্দুল মুহতার ১/১৩৫