Rabiul Auwal 1441 || November 2019

রাশেদুল ইসলাম - কেশবপুর, যশোর

৪৯৪২. Question

আমরা পাঁচ ভাই-বোন। কুরবানীর উদ্দেশ্যে আমরা একটি গরু ক্রয় করি। ক্রয় করার সময় আমাদের নিয়ত ছিল, আমরা নিজেরাই গরুটি কুরবানী করব। বাইরের কাউকে শরীক করব না। আমাদের প্রতিবেশী এক ভাই আমাদের এই গরুতে শরীক হতে চাচ্ছে। আমরা কি তাকে শরীক করতে পারব? আমাদের এই গরুর এক ভাগ আমরা মরহুম আব্বাজানের নামে দিব। প্রশ্ন হল, এই ভাগের গোশত কি পুরোটা গরীব-মিসকীনদের সদকা করে দিতে হবে? নাকি আমরা নিজেরাও খেতে পারব? এই এক ভাগ কি আমরা পাঁচ জন মিলে দিতে পারব? নাকি একজনের দেওয়া আবশ্যক? বিষয়গুলো জানালে কৃতজ্ঞ হব।

Answer

কুরবানীর পশু নিজেদের জন্য ক্রয় করার পর তাতে নতুন করে কাউকে শরীক নেওয়া মাকরূহ। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত প্রতিবেশীকে আপনাদের গরুতে শরীক করা উচিত হবে না। আর যদি তাকে শরীক করা হয় তাহলে এ বাবদ প্রাপ্ত টাকা পুরোটা সদকা করে দেওয়া উত্তম হবে। আর পশুর যে অংশ আপনাদের মরহুম পিতার ইসালে সাওয়াবের জন্য নফল হিসাবে করছেন, সে ভাগের গোশত আপনারা নিজেরাও খেতে পারবেন, দান সদকাও করতে পারবেন। অর্থাৎ এর হুকুম সাধারণ কুরবানীর গোশতের মতো। আর এ ভাগের কুরবানী আপনারা সকলে মিলেও দিতে পারবেন। তবে উত্তম হল, এক ভাগ একাধিক জন মিলে না দিয়ে যে কোনো একজনের পক্ষ থেকে দেওয়া।

Ñকিতাবুল আছল ৫/৪০৮; আলমাবসূত, সারাখসী ১২/১৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪৪৪; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৯০; রদ্দুল মুহতার ৬/৩১৭

Read more Question/Answer of this issue