আবদুল কাদির - নারায়ণগঞ্জ
৪৯৪০. Question
আমাদের বাড়ি শহরের এক প্রান্তে। আশপাশে তেমন বাড়ি-ঘর নেই। রাতে আমাদের বাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্যে আমার পিতা কয়েকটি দামি কুকুর সংগ্রহ করেছিলেন। আমার পিতার ইন্তিকালের পর আমি এই কুকুরগুলোর মালিক হয়েছি। কুকুরগুলো পালতে বেশ অর্থ ব্যয় হয়। আর বাড়ি পাহারায় সবগুলোর প্রয়োজনও হয় না। তাই আমি চাচ্ছি, একটি বা দুটি কুকুর রেখে বাকিগুলো বিক্রি করে দিতে। আমার জন্য কি কুকুরগুলো বিক্রি করা বৈধ হবে? আমি শুনেছি, কুকুর বিক্রি করতে হাদীসে নিষেধ এসেছে।
Answer
হাঁ, কুকুরগুলো আপনি বিক্রি করতে পারবেন। মানুষদের থেকে কুকুরপ্রীতি দূর করার উদ্দেশ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পালন, বিক্রি ইত্যাদি সবই নিষেধ করেছিলেন। পরবর্তীতে মানুষের প্রয়োজনে আসে এমন কুকুর যথা : শিকারী কুকুর, পাহারার কুকুর ইত্যাদি বিক্রি ও পালনের অনুমতি দিয়েছেন।
Ñমুসনাদে আহমাদ, হাদীস ১৪৪১১; সুনানে নাসায়ী, হাদীস ৪২৯৫; কিতাবুল আছল ৫/৪১৪; শরহু মাআনিল আছার ২/২০৭; আলমাবসূত, সারাখসী ১১/২৩৪; ফাতাওয়া হিন্দিয়া ৩/১১৪; রদ্দুল মুহতার ৫/২২