Rabiul Auwal 1441 || November 2019

মুহাম্মাদ দাউদ - বানিপুর, কুমিল্লা

৪৯৩৯. Question

মুহতারাম, আমাদের এলাকায় মাদরাসা-মসজিদের মাহফিলগুলোতে আমরা বইয়ের দোকান দিই। যেহেতু সব বই বিক্রি করা যায় না; তাই আমরা লাইব্রেরী থেকে বই কেনার সময় এভাবে চুক্তি করি যে, যেসব বই বিক্রি হবে না, সেগুলো ফেরত দিব। মুফতী সাহেবের কাছে জানতে চাই, আমাদের এভাবে চুক্তি করা কি সহীহ হচ্ছে?

Answer

অবিক্রিত বই ফেরত দেওয়ার শর্ত করা জায়েয। এ কারণে বিক্রয় চুক্তি ফাসেদ হয় না। তবে কত দিনের মধ্যে ফেরত দেয়া যাবে এবং কোনো বই নষ্ট হয়ে গেলে বা দাগ পড়ে গেলে কী হবে এজাতীয় বিষয়গুলো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট করে নিতে হবে। যেন পরবর্তীতে এ নিয়ে কোনো সমস্যা সৃষ্টি না হয়।

Ñমাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা ১৮৮; শরহুল মাজাল্লা, আতাসী ২/৬৪; রদ্দুল মুহতার ৫/৮৮

Read more Question/Answer of this issue