শামসুল আরেফিন - রংপুর
৪৯৩৮. Question
আমি লাইব্রেরী থেকে ৩০০ টাকা দিয়ে একটি কিতাব কিনি। কিতাবটি কেনার পর এটি প্রয়োজন না হওয়ায় আমি সে লাইব্রেরীতে কিতাবটি ফেরত দিয়ে যাই। লাইব্রেরীওয়ালা বলল, আমরা তো কিতাব ফেরত নিই না। তবে কিনে নিই। অতপর সে ২৫০ টাকায় কিতাবটি আমার থেকে কিনে নেয়। তার এই কাজটি কি ঠিক হয়েছে?
Answer
বিক্রিত পণ্য ফেরত নেওয়া উত্তম কাজ। তবে জরুরি নয়। তাই পণ্যে কোনো ত্রুটি পাওয়া না গেলে বিক্রেতাকে পণ্য ফেরত নিতে বাধ্য করা যাবে না। অতএব, ঐ কিতাবটি ফেরত না নিয়ে অপেক্ষাকৃত কম মূল্যে দোকানীর কিনে নেওয়া অবৈধ হয়নি। অবশ্য উত্তম ছিল পূর্বের মূল্যে পণ্যটি ফেরত নেওয়া। তাহলে তিনি হাদীসে বর্ণিত বিশেষ ফযীলতের অধিকারী হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনÑ
مَنْ أَقَالَ نَادِمًا بَيْعَتَهُ أَقَالَ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ.
যে ব্যক্তি অনুতপ্ত ক্রেতার পণ্য (সমমূল্যে) ফেরত নেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ত্রুটি-বিচ্যুতি মাফ করে দেবেন। (সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫০২৯)
Ñকিতাবুল আছল ২/৫০৫; রদ্দুল মুহতার ৫/৭৪