Rabiul Auwal 1441 || November 2019

আবদুল বাসেত - ছুটিপুর, যশোর

৪৯৩৭. Question

যশোর শহরে আমার একটি মুদি দোকান আছে। দোকান করার সময় একজনের সাথে এই মর্মে চুক্তি করি যে, সে দেড় লাখ টাকা দিয়ে পাঁচ বছর পর্যন্ত আমার সাথে যৌথ কারবার করবে। পাঁচ বছর পর আর যৌথ লেনদেন থাকবে না। পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরও ব্যবসায় উন্নতি দেখে সে অংশীদারিত্ব ছাড়তে সম্মত হচ্ছে না। সে বলছে, যৌথ কারবারে এরকম শর্তারোপ করা ঠিক নয়। মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, যৌথ কারবারে নির্দিষ্ট মেয়াদের শর্ত করা বৈধ কি না? জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, যৌথ মূলধনী কারবারে চুক্তির মেয়াদ নির্দিষ্ট করা এবং ঐ মেয়াদের পর চুক্তি বাতিল হয়ে যাওয়ার শর্ত করা জায়েয। অতএব, পাঁচ বছর পর ব্যবসার পুরো হিসাব করে তার অংশের সকল পাওনা বুঝিয়ে দিয়ে আপনারা শরীকানা কারবার শেষ করতে পারবেন।

Ñবাদায়েউস সানায়ে ৫/৭৪; ফাতাওয়া খানিয়া ৩/৬১৩; আলবাহরুর রায়েক ৫/১৭৪; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ২/৫১৭

Read more Question/Answer of this issue