Rabiul Auwal 1441 || November 2019

আহমাদুল্লাহ - মণিরামপুর, যশোর

৪৯৩৬. Question

আমাদের এলাকায় শীতের মৌসুমে খেজুর গাছওয়ালারা গাছিদের সাথে নি¤েœাক্ত চুক্তিগুলো করে থাকে। শরীয়তের আলোকে সেগুলো বৈধ কি না জানিয়ে বাধিত করবেন।

১. গাছি পুরো মৌসুমে খেজুর গাছ কেটে নিজে রস নিয়ে নেবে। আর গাছের মালিকদেরকে নির্দিষ্ট পরিমাণে খেজুরের গুড় দেবে। যেমন, ২ বিলি বা ৩ বিলি।

২. এক পালায় গাছি রস নেবে। অন্য পালায় গাছের মালিক রস নেবে।

৩. যা রস হবে, তার অর্ধেক নেবে গাছি। আর অর্ধেক নেবে গাছের মালিক।

 

Answer

উপোরক্ত কোনো পদ্ধতিই শরীয়তসম্মত নয়। এক্ষেত্রে সঠিক পদ্ধতি হচ্ছে, গাছির জন্য নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক নির্ধারণ করা। গাছি নির্ধারিত পারিশ্রমিক পাবে। আর খেজুরের রস পুরোটা পাবে গাছের মালিক।

Ñআলমাবসূত, সারাখসী ১৬/৩২; বাদায়েউস সানায়ে ৪/১৭; ফাতাওয়া বায্যাযিয়া ৫/১১; আলমুহীতুল বুরহানী ১১/৩৫৭, ২১৭

Read more Question/Answer of this issue