আহসানুল হাবীব - বটিয়াঘাটা, খুলনা
৪৯৩৫. Question
আমার বাড়ি যশোর। আমি থাকি কাশিপুর নামক এক গ্রামে। অন্য এক এলাকায় আমার এক বিঘা জমি আছে। এলাকাটি আমাদের এলাকা থেকে বেশ দূরে। আসা-যাওয়া করা একটু কষ্টকর। তাই সেখানকার এক ব্যক্তির সাথে চুক্তি করেছি যে, আমাদের এলাকায় তার একটি জমি আমি চাষাবাদ করব। এর বিনিময়ে সে তার এলাকায় আমার জমিটি চাষ করবে। এই চুক্তির উপর এক বছর অতিবাহিত হয়ে গেছে। হুজুরের কাছে জানার বিষয় হল, এভাবে চুক্তি করা শরীয়তসম্মত কি না? শরীয়তসম্মত না হলে সঠিক পদ্ধতি কী? আর বিগত এক বছরের বিধান কী হবে? বিষয়গুলো জানিয়ে কৃতার্থ করবেন।
Answer
প্রশ্নোক্ত চুক্তিটি জায়েয হয়নি। এক্ষেত্রে সঠিক পদ্ধতি হচ্ছে, উভয় জমির ভাড়া নির্ধারণ করে পৃথকভাবে চুক্তিতে আবদ্ধ হওয়া। অতপর উভয় জমির ভাড়া সমান সমান হলে ভাড়া কাটাকাটি করে নেওয়ার সুযোগ আছে। আর যদি ভাড়া কম বেশি নির্ধারিত হয়, তাহলে যার জমির ভাড়া বেশি, সে অপরজনের থেকে বাকি টাকা পাবে। আর বিগত বছরের বিষয়টিও এভাবে সংশোধন করে নিবে।
Ñবাদায়েউস সানায়ে ৪/৪৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১০; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১২; আদ্দুররুল মুখতার ৬/৬২