Rabiul Auwal 1441 || November 2019

ফারজানা আক্তার - জামালপুর

৪৯৩৪. Question

কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় দুইজন নাবালেগ সন্তান রেখে যান। ভাইদের উপর আস্থা না থাকায় তিনি আমাকেই তার দুই সন্তানের সকল দায়-দায়িত্ব অর্পণ করেন। কৃষি জমি ছাড়া আয়ের আর কোনো উৎস না থাকায় বর্তমানে দুই সন্তানকে নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছি। তাই এখন ভাবছি যে, আমি ও আমার সন্তানরা মীরাসসূত্রে যে জমি পেয়েছি তার অর্ধেক বিক্রি করে নিজেদের প্রয়োজন পূরণ করব। অতএব হুজুরের কাছে জানার বিষয় হল, সন্তানদের উক্ত জমি বিক্রি করার শরঈ বিধান কী? মাসআলাটির সমাধান জানালে খুবই উপকৃত হব।

Answer

প্রশ্নের বর্ণনা মতে বাস্তবেই যদি আপনার সন্তানদের ভরণ-পোষণের জন্য জমি বিক্রি ছাড়া অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি বাজারমূল্যে উক্ত জমি বিক্রি করতে পারবেন এবং বিক্রিলব্ধ টাকা তাদের জন্য ব্যয় করতে পারবেন।

Ñখুলাসাতুল ফাতাওয়া ৩/৮২; তাবয়ীনুল হাকায়েক ৭/৪৩৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৫/৩৫১; আদ্দুররুল মুখতার ৬/৭১১

Read more Question/Answer of this issue