Rabiul Auwal 1441 || November 2019

আলাউদ্দিন - কুমিল্লা

৪৯৩৩. Question

আমার বাবা পরিবারের খাবারের জন্য গ্রামের পরিচিত একজনকে এই শর্তে বিশ হাজার টাকা দেন যে, এ বছর প্রতি চার মাস অন্তর চার মন করে অমুক জাতের চাল আমাদের বাসায় দিয়ে যাবে। মাস দেড়েক হল বাবা ইন্তিকাল করেছেন। জানার বিষয় হল, বাবার মৃত্যু পরবর্তী উক্ত চুক্তির হুকুম কী হবে? চুক্তিটি কি বহাল থাকবে না বাতিল হয়ে যাবে?

Answer

আপনার বাবার মৃত্যুর কারণে প্রশ্নোক্ত চুক্তিটিতে কোনো পরিবর্তন আসবে না; বরং তা আপন অবস্থায় বহাল থাকবে। কেননা ক্রয়-বিক্রয় চুক্তি আপনার বাবার জীবদ্দশায় সম্পন্ন হয়ে গেছে, মূল্যও পরিশোধ হয়ে গেছে। এখন সময়মত পণ্য পরিশোধের দ্বায়িত্ব বিক্রেতার। সুতরাং এক্ষেত্রে আপনারা পূর্বচুক্তি অনুযায়ী বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ চাল প্রাপ্য হবেন।

Ñবাদায়েউস সানায়ে ৪/৪৪৯; ফাতাওয়া খানিয়া ২/১১৫; ফাতাওয়া হিন্দিয়া ৩/১৮০; আদ্দুররুল মুখতার ৫/২১৫

Read more Question/Answer of this issue