আবদুল্লাহ মাসউদ - ধানমণ্ডি, ঢাকা
৪৯৩২. Question
আমাদের এক বন্ধুর ‘রেডি ফ্ল্যাট’ বিক্রির ব্যবসা আছে। তিনি নিজে ধার্মিক এবং ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলতে সচেষ্ট। কিন্তু কখনো কখনো এমন ক্রেতার সম্মুখীনও তাকে হতে হয়, যার ব্যাপারে নিশ্চিত জানা থাকে যে, তার রোজগার হালাল নয়। যেমন, সে কোনো সুদী ব্যাংকে কর্মরত ইত্যাদি। জানা কথা, যে টাকা সে ফ্ল্যাটের মূল্য হিসাবে দেবে তা হারাম। এ অবস্থায় তার সঙ্গে লেনদেন বৈধ হবে কি? জানালে কৃতজ্ঞ থাকব।
Answer
কোনো ক্রেতা সম্পর্কে যদি এ কথা সুনিশ্চিতভাবে জানা যায় যে, ক্রয়মূল্য হিসেবে তিনি যে অর্থ পরিশোধ করবেন তা হারাম পন্থায় উপার্জিত, তবে তার সঙ্গে লেনদেন করা বৈধ হবে না। কিন্তু এমন ব্যক্তি যদি তার হালাল অর্থ থেকে মূল্য পরিশোধ করে তাহলে এক্ষেত্রে তার সাথে লেনদেন করা যাবে।
Ñআলমুহীতুল বুরহানী ৮/৭৩; আলবাহরুর রায়েক ৮/২০১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৫২; রদ্দুল মুহতার ৫/৯৮