Rabiul Auwal 1441 || November 2019

নাবিল আহমদ - গজারিয়া, মুন্সিগঞ্জ

৪৯২৯. Question

আমার চাচা অনেক দিন ধরেই আমাদের এলাকায় জমির দালালী করেন। তিনি এবিষয়ে প্রসিদ্ধ হওয়ায় এলাকার কেউ জমি বিক্রি করতে চাইলে তাকে জানিয়ে রাখে। এমনিভাবে কেউ কিনতে চাইলে তাকে বলে রাখে যে, ভাই! এত দামের ভিতর একটি জমি কিনতে চাই। তখন তিনি ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝে সাক্ষাৎ ঘটিয়ে দেন এবং উভয়ের মাঝে মাধ্যম হিসাবে কাজ করেন। বিক্রিচুক্তি সম্পন্ন হওয়ার পর তিনি ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষ থেকেই কমিশন গ্রহণ করেন।

আমার প্রশ্ন  হচ্ছে, এক্ষেত্রে উভয় থেকে কমিশণ গ্রহণ করা কি বৈধ?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচার জন্য ক্রেতা-বিক্রেতার জ্ঞাতসারে উভয়পক্ষ থেকে ন্যায্যহারে কমিশন গ্রহণ করা  বৈধ হবে। এক্ষেত্রে একজন থেকে টাকা গ্রহণের বিষয়টি অন্যজনের কাছে গোপন করা যাবে না।

উল্লেখ্য যে, এধরনের মধ্যস্থতার কারবার তখনি শুদ্ধ হতে পারে, যদি মধ্যস্থতাকারী পণ্য বা জমির ব্যাপারে কোনো অতিরঞ্জিত কথা না বলে। তাতে বাহ্যিক বা কাগজপত্রের/দখলের কোনো সমস্যা থাকলে তা গোপন না করে; বরং ক্রেতাকে সবকিছু বিস্তারিতভাবে অবগত করে। এমনিভাবে ক্রেতা কেমন লোক, মূল্য যথাযথভাবে পরিশোধ করবে কি নাÑ এসব বিষয়ে তার যতটুকু জানা থাকবে তা বিক্রেতাকে অবহিত করতে হবে।

Ñশরহু মানযুমাতি ইবনি ওয়াহবান ২/৭৮; আদ্দুররুল মুখতার ৪/৫৬০; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়া ১/২৫৯

Read more Question/Answer of this issue