Rabiul Auwal 1441 || November 2019

আবদুল হাফিয - মানিকগঞ্জ

৪৯২২. Question

বাসায় জামাত করে নামায আদায়ের সময় অনেক ক্ষেত্রে আমার সঙ্গে শুধু আমার ভাই ও আমার বোন থাকে। অনেক সময় কেবল আমার স্ত্রী ও আমার ছোট বাচ্চা। তো এধরনের ক্ষেত্রে জামাতে নামায আদায়ের জন্য দাঁড়ানোর পদ্ধতি কী হবে? জানালে উপকৃত হব।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ভাই কিংবা আপনার শিশু সন্তানকে আপনার ডান পাশে এক কদম পিছনে দাঁড় করাবেন। আর আপনার বোন বা আপনার স্ত্রী দাঁড়াবেন আপনার পিছনের কাতারে।

Ñমুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৯৮৪; বাদায়েউস সানায়ে ১/৩৯২; তাবয়ীনুল হাকায়েক ১/৩৫০; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৮; রদ্দুল মুহতার ১/৫৬৬

Read more Question/Answer of this issue