Rabiul Auwal 1441 || November 2019

আবদুল্লাহ - লাকসাম, কুমিল্লা

৪৯২০. Question

বিতিরের নামাযে ইমাম সাহেব ভুলে দুআ কুনূত না পড়েই রুকুতে চলে যান। মুক্তাদীগণ লোকমা দিলে রুকু বাদ দিয়ে আবার দাঁড়িয়ে যান। এরপর দুআ কুনূত পড়ে যথারীতি বাকি নামায শেষ করেন। এতে এক রাকাতে দুই রুকু হয়ে যায়। উক্ত নামায কি সহীহ হয়েছে? এক আলেম বলেছেন, নামায সহীহ হয়নি। সঠিক মাসআলাটি জানালে উপকৃত হতাম।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সুতরাং সাহু সিজদা করে থাকলে উক্ত নামায আদায় হয়ে গেছে। আর সাহু সিজদা না করে থাকলে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে। কারণ, দুআয়ে কুনুত না পড়ে ভুলে রুকুতে চলে যাওয়ার দ্বারা এবং এক রাকাতে ভুলে দুইবার রুকু করার দ্বারা সাহু সিজদা ওয়াজিব হয়।

উল্লেখ্য, দুআ কুনূত না পড়ে ভুলে যদি রুকুতে চলে যায় তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, সে দুআ কুনূতের জন্য রুকু থেকে ফিরে আসবে না; বরং যথারীতি বাকি নামায পূর্ণ করে সাহু সিজদার মাধ্যমে নামায শেষ করবে। অবশ্য কেউ যদি রুকু থেকে উঠে গিয়ে দুআ কুনূত পড়ে তাহলে সে পুনরায় রুকু করবে না। কারণ রুকু থেকে উঠে দুআ কুনূত পড়ার দ্বারা পূর্বের রুকু বাতিল হয়ে যায় না। কিন্তু এক্ষেত্রেও সিজদায়ে সাহু করতে হবে।

Ñবাদায়েউস সানায়ে ১/৪১৩; ফাতাওয়া খানিয়া ১/১২১; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৩; শরহুল মুনয়া, পৃ. ৪৬০; রদ্দুল মুহতার ২/৯; আলবাহরুর রায়েক ২/৯৬

Read more Question/Answer of this issue