Rabiul Auwal 1441 || November 2019

আরিফ বিল্লাহ - বংশাল, ঢাকা

৪৯১৬. Question

পানির সমস্যার কারণে আমাদের বাসায় বিভিন্ন পাত্রে পানি ভরে রাখা হয়। কখনো কখনো পাত্রে এক বা একাধিক তেলাপোকা মরা পাওয়া যায়। আমার মা সবসময় এ পানি ফেলে সাবান দিয়ে পাত্রটি ধুয়ে নেন। প্রশ্ন হল, তেলাপোকা মরার কারণে পাত্রের পানির হুকুম কী? তা কি অযু-গোসল কিংবা কাপড় ধোয়া ইত্যাদি কাজে ব্যবহার করার সুযোগ আছে? সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।

Answer

তেলাপোকার যেহেতু প্রবাহিত রক্ত নেই তাই কোনো পাত্রে তেলাপোকা পড়ে মরে গেলেও পাত্রস্থ পানি নাপাক হবে না; বরং তা পবিত্রই থাকে। সুতরাং আপনারা চাইলে এ পানি অযু-গোসল ও অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন।

Ñসুনানে দারাকুতনী ১/৩৭; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৫৭; কিতাবুল আছল ১/২৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৩৪; আলবাহরুর রায়েক ১/৮৮; শরহুল মুনয়া পৃ. ১৬৪

Read more Question/Answer of this issue