Safar 1441 || October 2019

মুহাম্মাদ আসাদ - নোয়াখালী

৪৯১৩. Question

চার বছর আগে আমার ভাই আমার বিয়ের সময় আমাকে আড়াই ভরি স্বর্ণালংকার দিয়েছিল- বিয়ের গিফট হিসাবে। কিছুদিন আগে পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়। তখন থেকে সে আমার কাছে তার দেওয়া স্বর্ণালংকারগুলো ফেরত চাচ্ছে এবং আমাকে চাপ দিচ্ছে। যেহেতু সে অলংকারগুলো আমি আমার স্ত্রীকে দিয়ে দিয়েছি তাই তার থেকে সেগুলো ফেরত নিয়ে ভাইকে  দেওয়া কঠিন। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, ঐ অলংকারগুলো আমার ভাইকে ফেরত দেওয়া কি আবশ্যক?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ভাইয়ের জন্য অলংকারগুলো ফেরত চাওয়া বৈধ হবে না এবং সে চাইলেও আপনি  তা ফেরত দিতেও বাধ্য নন।

-কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ৭৪৮; কিতাবুল আছল ৩/৩৫৭, ৩৬৭; আলমাবসূত, সারাখসী ১২/৫৫; ফাতাওয়া খানিয়া ৩/২৭২; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৮৭

Read more Question/Answer of this issue