Shawal 1431 || October 2010

মুহাম্মাদ আবু হুরায়রা - চট্টগ্রাম

২০২৮. Question

আমার কাছে নগদ ১ লক্ষ টাকা ২ বছর যাবত আছে। তবে তার যাকাত আদায় করা হয়নি। জানতে চাই, দ্বিতীয় বছর কত টাকার যাকাত আদায় করতে হবে, সাড়ে সাতানব্বই হাজার টাকার, নাকি পুরো ১লক্ষ টাকার?

Answer

আপনি দ্বিতীয় বছরে সাড়ে সাতানব্বই হাজার টাকার যাকাত আদায় করবেন। উল্লেখ্য, ওযর ব্যতীত যাকাত আদায়ে এমন বিলম্ব করা ঠিক নয়।

-বাদায়েউস সানায়ে ২/৮৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৭; আদ্দুররুল মুখতার ২/২৬০; আলবাহরুর রায়েক ২/২০৪; হেদায়া (ফাতহুল কাদীর) ১২/১১৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২-১৭৩

Read more Question/Answer of this issue