মুহাম্মাদ তামীম - সিলেট
৪৯০১. Question
এক ব্যক্তি তার ভাইয়ের সুস্থতার জন্য ছাগল সদকা করার মান্নত করেছে। এই মান্নতী ছাগলের গোশত মান্নতকারী অথবা তার ভাই খেতে পারবে কী?
উল্লেখ্য যে, মান্নতকারী ও তার ভাই উভয় যাকাত গ্রহণের যোগ্য নন।
Answer
মান্নতকারী নিজে মান্নতের পশুর গোশত খেতে পারবে না; চাই সে যাকাত গ্রহণের যোগ্য হোক কিংবা না হোক। আর মান্নতকারীর ভাই যেহেতু যাকাত গ্রহণের অনুপযুক্ত তাই সেও মান্নতী ছাগলের গোশত খেতে পারবে না।
-আলমুহীতুল বুরহানী ৮/৪৬০; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; ফাতাওয়া খানিয়া ৩/৩৫৪; আলবাহরুর রায়েক ২/২৪৫; রদ্দুল মুহতার ২/৩৩৯, ৩২৭