মুশতাক আহমদ - নেত্রকোণা
৪৮৯৯. Question
কিছুদিন আগে আমার ছেলের জ¦র হয়। চেকআপ করার পর ডাক্তার টাইফয়েড চিহ্নিত করেন। তখন মান্নত করেছিলাম যে, সে সুস্থ হয়ে গেলে দুই হাজার টাকা সদকা করব। ১৫ দিন পর সে সুস্থ হয়ে যায়। তখন আর ডাক্তারের কাছে নিয়ে যাইনি। ১০ দিন পর সে পুনরায় জ¦রাক্রান্ত হয়ে পড়ে। ডাক্তার বললেন, তার টাইফয়েড এখনো ভাল হয়নি। দ্বিতীয়বার আমার কাছে না এনে ভুল করেছেন। এখন লাগাতার আরো ১০ দিন ওষুধ খাওয়াতে হবে। কয়েকটি ইঞ্জেকশনও দিতে হবে। জানার বিষয় হল, কয়েকদিন বাহ্যিকভাবে সুস্থ থাকার দ্বারাই কি আমার উপর মান্নত পুরা করা ওয়াজিব হয়ে গেছে? সমাধান জানিয়ে বাধিত করবেন।
Answer
দশ দিন পর ছেলেটি যেহেতু আবার জ¦রাক্রান্ত হয়ে গেছে সুতরাং সে ঐ সময় পুরোপুরি সুস্থ হয়নি- এটাই প্রমাণিত হল। তাই ছেলেটি পুরোপুরি সুস্থ হওয়ার পরই মান্নত পুরা করা ওয়াজিব হবে, এর আগে নয়।
-বাদায়েউস সানায়ে ৪/২৪৫; ফাতহুল কাদীর ৪/৩৫১; আলইখতিয়ার ৩/৪৪৬; আলবাহরুর রায়েক ৪/২৯৭; আদ্দুররুল মুখতার ৩/৭৪০
মুহাম্মাদ আমীন