মুহাম্মাদ আসাদ - কুষ্টিয়া
৪৮৯৩. Question
মুহতারাম, আমি আমার স্ত্রীকে নিয়ে মায়ের সঙ্গে এক বাড়িতে থাকি, যা আমার বাবা তার জীবদ্দশায় মায়ের নামে লিখে দিয়েছেন। এখানে মায়ের ও আমাদের রুম ভিন্ন এবং ওয়াশরুমও ভিন্ন। বিয়ের পর থেকে আমার স্ত্রী আলাদা বাসা ভাড়া নেওয়ার জন্য তাগাদা দিচ্ছে। তার যুক্তি হল, ‘তোমার বড় ভাই যদি তোমার ভাবিকে নিয়ে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে তাহলে তুমি কেন পারবে না।’ কিন্তু একে তো আমার এই পরিমাণ সামর্থ্য নেই যে, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকব। তাছাড়া আলাদা হয়ে যাবার মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও মনে হয় না। অর্থাৎ কারণে অকারণে ঝগড়া-বিবাদ, মনোমালিন্য বা একে অন্যের খুঁত ধরা- এজাতীয় কিছু তাদের মাঝে সাধারণত হয় না। শুধু বড় ভাইয়ের স্ত্রীর প্রতি ঈর্ষার বশবর্তী হয়ে সে এরকম আলাদা বাসা ভাড়া নেওয়ার আবদার করছে। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, শরীয়তের দৃষ্টিতে তার এই আবদার কি ঠিক আছে?
Answer
আপনার স্ত্রীর জন্য যেহেতু আলাদা রুম ও ভিন্ন ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং আপনার সামর্থ্যও যেহেতু কম। তাই এসব বিবেচনা করে এই পরিস্থিতিতে আপনার স্ত্রীর জন্য আলাদা বাসা ভাড়া নেওয়ার দাবি করা শরীয়তসম্মত নয় এবং আপনার জন্যও তা মানা জরুরি নয়।
-ফাতহুল কাদীর ৪/২০৭; খুলাসাতুল ফাতাওয়া ২/৫২; বাদায়েউস সানায়ে ৩/৪২৮; আলবাহরুর রায়েক ও মিনহাতুল খালিক ৪/১৯৪; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৩৯৮