Safar 1441 || October 2019

মুহাম্মাদ আসলাম - বাগেরহাট

৪৮৯০. Question

দেড় বছর আগে একটি বিশেষ কারণে আমি আমার স্ত্রীকে তালাক দিই। তখন আমাদের একটি ৫ মাসের ছেলে ছিল। ছেলেটি খুব ছোট থাকায় আমি তাকে তার মা’র কাছে রাখি এবং তার যাবতীয় খরচ বহন করি। কিছুদিন হল সে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন আমি ছেলেটিকে আমার কাছে নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু তার মায়ের পরিবার অর্থাৎ আমার শাশুড়ি বাচ্চাটি কোনোভাবেই ফেরত দিতে চাচ্ছে না। আর এই বিষয়ে তার ছেলেরা তাকে সহায়তা করছে। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই অবস্থায় যখন মা নেই, তারাই কি সন্তানের ব্যাপারে বেশি হকদার নাকি পিতা হিসাবে আমি?

Answer

মায়ের অনুপস্থিতিতে শিশুর লালন-পালনের অধিকার তার নানির উপর বর্তায়। পুত্র সন্তান একা একা নিজের ব্যক্তিগত কাজ (যেমন, পানাহার, পোশাক পরিধান, ইস্তিঞ্জা) করতে পারে এরকম বয়স হওয়া পর্যন্ত নানি তাকে রাখতে পারবে। ফুকাহায়ে কেরাম সাধারণ অভিজ্ঞতার আলোকে এই বয়সসীমা নির্ধারণ করেছেন সাত বছর। এই বয়স পূর্ণ হওয়ার পর পিতা ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন। প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুর নানি যেহেতু তার লালন-পালনে আগ্রহী, তাই উক্ত বয়সসীমা পূর্ণ হওয়ার আগে আপনি তাকে জোর করে আনতে পারবেন না।

-কিতাবুল আছল ১০/৩৫১; শরহু মুখতাসারিত তাহাবী ৫/৩২৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪১; খুলাসাতুল ফাতাওয়া ২/৭২; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭; আননাহরুল ফায়েক ২/৫০০

Read more Question/Answer of this issue