Muharram 1441 || September 2019

শিবলী হাসান - মহাখালী, ঢাকা

৪৮৭৮. Question

আমার বন্ধু রাশেদের সাথে তার স্ত্রীর ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে সে তার স্ত্রীকে থামানোর জন্য বলে, ‘তুই আমার মার মত’ একথা বলার সময় তার চিন্তায় তালাক বা ভিন্ন কিছুর নিয়ত ছিল না। কেবল ঝগড়া থামানোর জন্যই সে এটা বলেছিল। এখন সে একথা বলার জন্য অনুতপ্ত। সে জানতে চেয়েছে, এতে কি তাদের বিবাহে কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে তাদের করণীয় কী? তাদের কি দ্বিতীয়বার বিবাহ করতে হবে?

উল্লেখ্য, তাদের ছোট ছোট দুটি সন্তান আছে। তাই তাদের কেউই চায় না পরস্পরের মাঝে বিচ্ছেদ ঘটুক।

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী ঐ বাক্যটি বলার সময় যেহেতু স্বামীর তালাকের নিয়ত ছিল না তাই এ কারণে তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হয়নি। তাই এখনও তারা স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করতে পারবে। দ্বিতীয়বার বিবাহ করার প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে এ ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। এমন কথা বলা অন্যায় ও গুনাহ।

-কিতাবুল আছল ৫/১০; বাদায়েউস সানায়ে ৩/৩৬৬; আততাসহীহ ওয়াত তারজীহ আলা মুখতাসারিল কুদূরী পৃ. ৩৯০; ফাতাওয়া তাতারখানিয়া ৫/১৬৯; তাবয়ীনুল হাকায়েক ৩/২০২; আদ্দুররুল মুখতার ৩/৪৭০

Read more Question/Answer of this issue