Muharram 1441 || September 2019

আবদুল গনী - পিরোজপুর

৪৮৬৪. Question

শেষ রাতে উঠে কয়েক রাকাত নফল আদায় করছিলাম। আমার ধারণা, তখনো ভোর হবার কিছু সময় বাকি। কিন্তু নামাযে দাঁড়ানোর পরপরই ফজরের আযান শুনতে পেলাম। এখন কি আমার এ দুই রাকাত নামায ফজরের দুই রাকাত সুন্নত হিসেবে আদায় হয়েছে বলা যাবে?

Answer

যদি তাকবীরে তাহরীমা থেকে পুরো নামায সুবহে সাদিকের পরেই হয়েছে বলে নিশ্চিত হয়ে থাকেন তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এ দুইরাকাত নামায ফজরের সুন্নত হিসেবে আদায় হয়েছে বলে গণ্য হবে। কিন্তু নামাযের কিছু অংশও যদি সুবহে সাদিকের আগে হয়ে থাকে তাহলে তা দ্বারা ফজরের সুন্নত নামায আদায় হবে না। এক্ষেত্রে ফজরের সুন্নত আবার আদায় করতে হবে।

অতএব আপনি নামায শুরু করার পরে যদি সুবহে সাদিক হয়ে থাকে তাহলে এ দুই রাকাত নফল হবে। এক্ষেত্রে ফজরের সুন্নত পৃথকভাবে আদায় করে নিতে হবে।

-আলমুহীতুল বুরহানী ২/২৩৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৬১; আততাজনীস ওয়াল মাযীদ ২/১০৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩০৬; হালবাতুল মুজাল্লী ১/৬৬৬

Read more Question/Answer of this issue