মুহাম্মাদ নাজাতুল হক - পোলপার, মোহাম্মাদপুর, ঢাকা
৪৮৬৩. Question
আমাদের মসজিদের বাহিরের সিঁড়িতে প্রায়সময় কুকুর শুয়ে থাকে। মুআযযিন সাহেব খুব কষ্ট করে পানি ঢেলে সিঁড়ি পবিত্র করেন। এখন প্রশ্ন হচ্ছে, কুকুর শোয়ার দ্বারা কি সিঁিড় নাপাক হয়ে যায়?
Answer
কুকুরের শরীর মূলত নাপাক নয়। তবে তার লালা নাপাক। তাই সিঁড়িতে কুকুর শুয়ে থাকলে যদি তার লালা বা অন্য কোনো নাপাকির চিহ্ন মেঝেতে না পাওয়া যায় তাহলে সিঁড়ি নাপাক হবে না এবং তা ধোয়া লাগবে না। বিশেষত কুকুরের শরীর যদি শুকনা থাকে তাহলে কোনো সমস্যা নেই।
-ফাতাওয়া কাযীখান ১/২১; বাদায়েউস সানায়ে ১/২০১; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৪১; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮