Zilhajj 1440 || August 2019

মুহাম্মাদ মাকসুদ - ভোলা

৪৮৫১. Question

আমাদের গ্রামে একজন দরিদ্র বিধবা মহিলা থাকে। তার এক মেয়ে এক ছেলে। দুপুরে মেয়েটির বিবাহের আকদ সম্পন্ন হয়। কিন্তু সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তিকাল করে। যেহেতু মেয়েটির সাথে লোকটির ঘর-সংসার হয়নি তাই কিছু দিন পর মৃত মেয়ের স্বামীর সঙ্গে বিধবা মহিলাটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমাদের এলাকায় বিষয়টিকে সবাই বেশ খারাপ মনে করলেও কেউ কেউ তা শিথিলতার দৃষ্টিতে দেখছেন। এলাকায় এ নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই মুফতী সাহেবের কাছে আমাদের আবেদন হল, এক্ষেত্রে শরীয়তের সঠিক মাসআলাটি জানিয়ে সবাইকে পেরেশানি মুক্ত করবেন।

Answer

মেয়ের স্বামীর সাথে শাশুড়ির বিবাহ স্থায়ীভাবে নিষিদ্ধ। মেয়ে জীবিত থাকুক বা মৃত সর্বাবস্থায় এ হুকুম প্রযোজ্য। সুতরাং ঐ মহিলার জন্য এক্ষুনি তার জামাতা থেকে পৃথক হয়ে যাওয়া আবশ্যক।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১০৮১১; কিতাবুল আছল ১০/১৮১; আহকামুল কুরআন, জাস্সাস, ২/১২৭; ফাতহুল কাদীর ৩/১১৮; বাদায়েউস সানায়ে ২/৫৩১; রদ্দুল মুহতার ৩/২৮

Read more Question/Answer of this issue