মুহাম্মাদ যুবায়ের - ঢাকা
৪৮৫০. Question
কিছু দিন আগে আমার স্ত্রী একটি সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করে। আমার ছোট দুটি সন্তান আছে। তাদের লালন-পালনের জন্য একজন বিধবা নারীর প্রয়োজন। এক বিধবা নারীর সঙ্গে আমার বিয়ের কথা চলছে, যে আমার ছোট ভাইকে দুধ পান করিয়েছিল। এলাকার কিছু লোক বলছে, এ মহিলা যেহেতু আমার ছোট ভাইয়ের দুধ মা, তাই এ দুধ সম্পর্কের সব বিধিনিষেধ আমার সাথেও কার্যকর হবে। অবশ্য এ বিষয়ে ভিন্ন কথাও অনেকে বলেছে, যা আমার কাছে শক্তিশালী মনে হয়েছে। সার্বিকভাবে ঐ বিধবাকে পছন্দ হওয়া সত্ত্বেও শুধু এই আপত্তির কারণে বিয়েটি আটকে আছে। তাই মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আসলেই কি মহিলাটি আমার ছোট ভাইয়ের দুধ মা হওয়ার কারণে তার সাথে আমারও দুধের সম্পর্ক হয়ে গেছে, ফলে তাকে বিয়ে করা আমার জন্য বৈধ নয়? এক্ষেত্রে শরীয়তের সঠিক মাসআলাটি জানিয়ে পেরেশানি থেকে মুক্ত করবেন।
Answer
আপনার ছোট ভাই উক্ত মহিলার দুধ পান করার কারণে শুধুমাত্র তার সাথেই মহিলাটির দুধ-সম্পর্ক স্থাপিত হয়েছে। এ কারণে আপনার সাথে কোনো ধরনের দুধ সম্পর্ক হয়নি। ঐ মহিলা এখনো আপনার জন্য গায়রে মাহরাম। সুতরাং তার সাথে আপনার বিবাহ জায়েয। তাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। প্রশ্নোক্ত লোকদের কথা ঠিক নয়।
-আলমাবসূত, সারাখসী ৫/১৩৭; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৪০; আলবাহরুর রায়েক ৩/২২৪; দুরারুল হুক্কাম ১/৩৫৬; মাজমাউল আনহুর ১/৫৫৩