মুসাম্মাত আসমা - চট্টগ্রাম
৪৮৪৯. Question
মুহতারাম, আমি আমার স্বামীর বড় স্ত্রী। কিছুদিন আগে আমার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় আমার সতীনসহ তার সন্তানেরা আমাকে তালাক দেওয়ার জন্য তাকে প্ররোচিত করলে তিনি আমাকে তিন তালাক দেন। এরপর আমি তার বাড়িতেই ইদ্দত পালন শুরু করি। তার কয়েকদিন পড়েই তিনি সেই অসুস্থতায় মারা যান। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই অবস্থায় আমার ইদ্দতের হুকুম কী? আমি কি তালাকের ইদ্দত পালন করব নাকি স্বামীর মৃত্যুর?
Answer
প্রশ্নোক্ত অবস্থায় আপনাকে তালাকের ইদ্দত (তিন ঋতুস্রাব) ও স্বামীর মৃত্যুর ইদ্দত (চারমাস দশদিন) এই উভয়টির যে সময়টি অপেক্ষকৃত দীর্ঘ হয় সেটিই ইদ্দত হিসেবে পালন করতে হবে। অর্থাৎ যদি চার মাস দশ দিন ইদ্দত পালনের পূর্বে তিন ঋতুস্রাব পূর্ণ হয়ে যায় তাহলে চার মাস দশ দিন পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। আর যদি এমন হয় যে, চার মাস দশদিন হয়ে গিয়েছে। কিন্তু এখনো তিন ঋতু পূর্ণ হয়নি তাহলে তিন ঋতু পূর্ণ হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হবে।
উল্লেখ্য যে, মৃত্যুশয্যায় তালাক দেওয়ার কারণে আপনি স্বামীর মীরাস থেকে বঞ্চিত হবেন না। অন্যান্য ওয়ারিসদের সাথে আপনিও হিসসা অনুপাতে মীরাস পাবেন।
-কিতাবুল আছল ৪/৫৪৩, ৫২৮; বাদায়েউস সানায়ে ৩/৩১৭; ফাতহুল কাদীর ৪/১৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৩০; রদ্দুল মুহতার ৩/৫১৩