Zilhajj 1440 || August 2019

মুহাম্মাদ সালাহ উদ্দিন - বাগেরহাট

৪৮৪৮. Question

জনাব, কিছু দিন আগে আমার মায়ের ইন্তিকালের পর আমার পিতা এক বিধবা নারীকে বিবাহ করেন। তার ১৮ বছরের এক মেয়ে আছে। বর্তমানে সে আমাদের বাড়িতে অবস্থান করছে। সম্প্রতি ঐ মেয়ের মামা চাচ্ছেন আমার সঙ্গে তাকে বিবাহ দিতে। আমি কি তাকে বিবাহ করতে পারব? কেউ কেউ বলছেন, এই বিবাহ সহীহ হবে না। তাদের কথা কি ঠিক?

Answer

ঐ মেয়েটির পিতা-মাতা যেহেতু ভিন্ন তাই আপনি তাকে বিবাহ করতে পারবেন। কারণ মেয়েটি আপনার মাহরাম নয় এবং তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্কও নেই। তাই যারা বলেছে এই বিবাহ সহীহ হবে না, তাদের কথা ঠিক নয়।

-ফাতহুল কাদীর ৩/১২০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৭; আলবাহরুর রায়েক ৩/৯৪; রদ্দুল মুহতার ৩/৩১

Read more Question/Answer of this issue