Zilhajj 1440 || August 2019

তন্নি আক্তার - বসিলা, ঢাকা

৪৮৪৫. Question

আমরা দুই ভাই এক বোন। আমার বাবা নেই। উভয়েই কাপড়ের ব্যবসা করেন। আমি ইন্টার পাশ করার পর তারা আমার বিবাহের জন্য একটি ছেলেকে পছন্দ করেন। ছেলেটি দ্বীনদার না হওয়াতে আমি রাযি হইনি। এরপর আমার মামা (যার মাধ্যমে আমি দ্বীনের বুঝ পেয়েছি) আমার জন্য একটি দ্বীনদার পাত্র ঠিক করেন, যার অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে কিছুটা দুর্বল। আমার বড় ভাইয়ের সম্মতিতে তার সাথে মহরে মিছিলে আমার বিবাহ হয়। এসময় আমার ছোট ভাই ব্যবসায়ী কাজে ইন্ডিয়াতে ছিলেন। আকদের দুই দিন পরে ইন্ডিয়া থেকে আসেন এবং বলেন আমি এই বিয়েতে রাযি নই। কারণ তারা আমাদের থেকে অর্থনৈতিকভাবে দুর্বল। এ বিষয়ে তিনি অনেক কঠোরতা করেছেন। এখন মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, ছোট ভাইয়ের সম্মতি ছাড়া অর্থনৈতিক দিক থেকে গাইরে কুফুর মধ্যে বিবাহ হওয়ার দ্বারা কি আমাদের বিবাহ সহীহ হয়েছে? শরয়ীভাবে আমার ছোট ভাই কি আমাদের বিবাহ ভেঙ্গে দেয়ার অধিকার রাখে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনাদের বিবাহ সহীহ হয়েছে। এক্ষেত্রে বড় ভাই ওলি হিসেবে তার সম্মতি আছে এবং কুফুর মধ্যে বিবাহ হয়েছে। সুতরাং ছোট ভাইয়ের জন্য এ বিয়েতে আপত্তি করা অন্যায় হবে। তার কর্তব্য এ বিবাহ মেনে নেওয়া।

প্রকাশ থাকে যে, মেয়ের তুলনায় ছেলের অর্থনৈতিক অবস্থা দুর্বল হলেও মহরে মুআজ্জাল (المهر المعجل)  তথা মহরের নগদ আদায়যোগ্য অংশ ও ভরণ-পোষণের সামর্থ্য রাখলে ‘কুফু ফিল মাল’ (অর্থনৈতিক দিক থেকে সমতা) পাওয়া গেছে বলে ধর্তব্য হয়। তাই প্রশ্নোক্ত বিবাহটি কুফুর ভেতরই হয়েছে। তাছাড়া গাইরে কুফুতে যদি কোনো ওলির সম্মতিতে বিবাহ হয়ে যায় অন্য ওলিদের জন্য উক্ত বিবাহ বিচ্ছেদ করার অধিকার থাকে না। তাই বড় ভাইয়ের সম্মতিতে যে বিবাহ হয়েছে তা ছোট ভাইয়ের জন্য ভেঙ্গে দেয়ার সুযোগ নেই।

-আলমুহীতুল বুরহানী ৪/২৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২৯১; ফাতাওয়া খানিয়া ১/৩৫১; আলবাহরুর রায়েক ৩/১২৯; মাজমাউল আনহুর ১/৫০৫; আদ্দুররুল মুখতার ৩/৫৮

Read more Question/Answer of this issue