Zilhajj 1440 || August 2019

মুহাম্মাদ ইবরাহীম - মুহাম্মাদ নগর, খুলনা

৪৮৪২. Question

গত বছর আব্বা ও আম্মাকে নিয়ে হজ্বে গিয়েছিলাম। আব্বা অনেক বৃদ্ধ হয়ে গেছেন। মুআল্লিম সাহেব হজ্বের নিয়মাবলী বলে দেওয়ার পরও আব্বা অনেক কিছু ভুলে গিয়েছিলেন। ১০ তারিখ কংকর মারার সময় আব্বা দুটি কংকর একসাথে মেরেছিলেন।

মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, কংকর মারার সময় যদি দুইটি বা তিনটি কংকর একসাথে নিক্ষেপ করে ফেলে তাহলে করণীয় কী? এটার কারণে কোনো জরিমানা আসবে কি না? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

Answer

জামরায় কংকর মারার সময় প্রত্যেক কংকর পৃথকভাবে নিক্ষেপ করা আবশ্যক। একাধিক কংকর একত্রে নিক্ষেপ করলে একটি কংকর মারা হয়েছে বলে ধর্তব্য হয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আব্বা যেহেতু একসাথে দুইটি কংকর নিক্ষেপ করেছেন, তাই এ দুটি মিলে একটি কংকর মারা হয়েছে বলে ধর্তব্য হবে। এক্ষেত্রে তার করণীয় ছিল, আরো একটি কংকর নিক্ষেপ করা। কিন্তু তিনি যদি এমনটি না করে থাকেন, তাহলে তাকে এজন্য একটি ফিতরা পরিমাণ সদকা আদায় করতে হবে।

-আলমাবসূত, সারাখসী ৪/৬৬; ফাতহুল কাদীর ২/৩৮৪; বাদায়েউস সানায়ে ২/৩২৬; আলবাহরুর রায়েক ২/৩৪৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৩০; আলবাহরুল আমীক ৩/১৬৭৬; গুনয়াতুন নাসিক, পৃ. ১৮৭

Read more Question/Answer of this issue