Zilhajj 1440 || August 2019

মুহাম্মাদ আশিক - মিরপুর

৪৮৪১. Question

আমি একজনকে মাসে ১৫ হাজার টাকায় বাসা ভাড়া দিই। সে ৫০ হাজার টাকা এ্যাডভান্স দেয়। এরপর গত দুই বছর ধরে তার থেকে বাসা ভাড়া আদায় করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমার ছেলে অনেক কষ্টে তার থেকে দুই বছরের বাসা ভাড়া বাবদ তিন লক্ষ দশ হাজার টাকা উসূল করতে সক্ষম হয়।

মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই টাকাগুলোর যাকাতের বিধান কী? আমাকে কি এই টাকাগুলোর বিগত দুই বছরের যাকাত দিতে হবে?

উল্লেখ্য যে, উক্ত টাকা ছাড়া আমার কাছে নেসাব পরিমাণ সম্পদ নেই।

Answer

বাসা ভাড়া বাবদ আপনি যে তিন লক্ষ দশ হাজার টাকা পেয়েছেন সেগুলোর বিগত বছরের যাকাত দিতে হবে না। বরং এই টাকাগুলো পাওয়ার পর যাকাতবর্ষ পূর্ণ হলে তখন যা থাকবে তার যাকাত আদায় করতে হবে।

-শরহু মুখতাসারিত তাহাবী ২/৩৪১; বাদায়েউস সানায়ে ২/৯০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২৪৫

Read more Question/Answer of this issue