মুহাম্মাদ আমীর - রাজবাড়ি
৪৮৪০. Question
কিছুদিন আগে আমার ব্যবসায় লস হয়। ফলে আমি কিছুটা আর্থিক সংকটে পড়ি। তবে আমার সংকট এমন ছিল না, যার কারণে আমি যাকাত গ্রহণের উপযুক্ত হব। আমার ভগ্নিপতি বিষয়টি বুঝতে না পেরে সহায়তার নামে আমাকে যাকাতের টাকা প্রদান করে, যা আমি বোনকে গোপনে জিজ্ঞাসা করার মাধ্যমে স্পষ্ট করেছি।
মুহতারামের নিকট প্রশ্ন হল, আমি এই টাকাগুলো কী করব?
Answer
বাস্তবে যদি আপনি যাকাত গ্রহণের উপযুক্ত না হন, তাহলে আপনার জন্য এই টাকা ভোগ করা জায়েয হবে না। এক্ষেত্রে আপনার কর্তব্য হল, টাকাগুলো আপনার ভগ্নিপতিকে ফেরত দেওয়া কিংবা তার পক্ষ থেকে উপযুক্ত ব্যক্তিকে সদকা করে দেওয়া।
-ফাতহুল কাদীর ২/২১৪; আননাহরুল ফায়েক ১/৪৬৭; আলবেনায়াহ শরহুল হেদায়াহ ৪/২০৮; রদ্দুল মুহতার ২/৩৫৩