Zilhajj 1440 || August 2019

আবুল কালাম - মুগদা, ঢাকা

৪৮৩৭. Question

জানাযার নামাযে হাত কখন ছাড়বে এ বিষয়ে জানতে চাচ্ছি। কেউ কেউ দেখি চতুর্থ তাকবীরের পর হাত ছেড়ে দেয়, তারপর সালাম ফেরায়। আর কেউ কেউ উভয় দিকে সালামের পর হাত ছাড়ে। আর মাঝে মাঝে কাউকে দেখি ডানদিকে সালাম ফেরানোর পর ডান হাত এবং বামদিকে সালাম ফেরানোর পর বাম হাত ছাড়ে। এ বিষয়ে সঠিক পদ্ধতিটি জানিয়ে বাধিত করবেন।

Answer

জানাযার নামাযে কখন হাত ছাড়বে এ বিষয়ে ফকীহগণ থেকে দুটো মত পাওয়া যায়।

১. চতুর্থ তাকবীরের পর উভয় হাত ছেড়ে দিবে এরপর সালাম ফেরাবে।

২. উভয় দিকে সালাম ফেরানোর পর হাত ছাড়বে। দুটি মতই শুদ্ধ। যে কোনোটির উপর আমল করা যেতে পারে।

আর প্রশ্নে তৃতীয় যে পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ডানদিকে সালাম ফিরিয়ে ডান হাত ছেড়ে দেওয়া এবং বাম দিকে সালাম ফিরিয়ে বাম হাত ছাড়া তা  দলীলের নিরিখে সহীহ নয়।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২২৫; আসসেআয়াহ ২/১৫৯; রদ্দুল মুহতার ১/৪৮৭; ইমদাদুল ফাতাওয়া ১/৫০৩; কেফায়াতুল মুফতী ৫/৩৫২

Read more Question/Answer of this issue