Zilhajj 1440 || August 2019

আবদুল হক - যশোর

৪৮৩৬. Question

কিছু দিন আগে আমার এক চাচা বাসায় বেড়াতে আসেন। আসরের সময় একসঙ্গে মসজিদে যাই। যেতে দেরি হওয়ায় গিয়ে দেখি ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন। তাই আমি মসজিদের এক পাশে গিয়ে নামায আদায় করি। নামায শেষে জানতে পারি, জামাতে নামায পড়ার উদ্দেশ্যে চাচা একজন মাসবুকের পেছনে ইক্তিদা করে নামায আদায় করেছেন।

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, মাসবুকের পেছনে ইক্তিদা করে তার নামায পড়া কি সহীহ হয়েছে? এক্ষেত্রে শরীয়তের সঠিক মাসআলাটি জানালে কৃতজ্ঞ হব।

Answer

মাসবুক ব্যক্তি নিজের ছুটে যাওয়া নামায আদায়ের সময়ও মুক্তাদীর হুকুমে থাকে। তাই মাসবুকের ইকতেদা করা সহীহ নয়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচার ঐ আসরের নামায আদায় হয়নি। তাকে ঐ দিনের আসর নামায কাযা করে নিতে হবে।

-ফাতহুল কাদীর ১/৩৩৯; শরুহল মুনয়া, পৃ. ৪৬৭; আলবাহরুর রায়েক ১/৩৭৭; আলমুহীতুল বুরহানী ৩/১১৩; ফাতাওয়া বায্যাযিয়া ৪/৫৮

Read more Question/Answer of this issue