Zilhajj 1440 || August 2019

মুহাম্মাদ আবদুর রহমান - বি. বাড়িয়া

৪৮৩২. Question

মুহতারাম, আমরা জানি, মুসল্লির সামনে অন্তত এক হাত পরিমাণ সুতরা থাকলেই তার সামনে দিয়ে চলাচল করা যায়। কিন্তু একটি বইয়ে দেখতে পেলাম যে, সেখানে উল্লেখ আছে, ‘যে ব্যক্তি নামায আদায় করবে সেই সুতরা স্থাপন করবে। সুতরাং নামাযী ব্যক্তি যদি সুতরা স্থাপন না করে তাহলে অতিক্রমকারী তার সামনে সুতরা রেখে অতিক্রম করতে পারবে না।’ আমার জানার বিষয় হল, ঐ বইয়ের বক্তব্যটি কি ঠিক?

Answer

না, বইয়ের উক্ত বক্তব্যটি ঠিক নয়। মুসল্লি যদি সুতরা স্থাপন না করে তাহলে অতিক্রমকারী নিজে মুসল্লির সামনে সুতরা রেখে অতিক্রম করতে পারবে।

-ফাতহুল কাদীর ১/৩৫৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৪; রদ্দুল মুহতার ১/৬৩৬

Read more Question/Answer of this issue