Zilqad 1440 || July 2019

জালালুদ্দীন - মোমেনশাহী

৪৮১০. Question

আমি আমার মাকে নিয়ে গত বছর হজ্বে যাই। মক্কায় পৌঁছে প্রথমে উমরা করি। এরপর নির্দিষ্ট সময়ে পুনরায় ইহরাম বেঁেধ হজ্বের কাজগুলো করতে থাকি। দশম তারিখে তাওয়াফের সময় প্রচÐ ভিড়ের আশংকা করে কংকর নিক্ষেপ না করে সরাসরি মক্কায় চলে যাই এবং তাওয়াফ করে নেই। তারপর ঐ দিনের বাকি আমলগুলো যথানিয়মে আদায় করি। জানার বিষয় হল, তাওয়াফ কি কংকর নিক্ষেপ, কুরবানী ও হলকের পরই করতে হবে? কংকর নিক্ষেপ করার আগে তাওয়াফ করা যাবে কি? যদি তাওয়াফ করা না যায় তাহলে আমরা যে তাওয়াফ করেছি  তার কারণে কোনো জরিমানা আদায় করতে হবে কি না? জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

কংকর নিক্ষেপ, কুরবানী ও হলক এই তিন কাজ শেষ করার পর তাওয়াফে যিয়ারত করা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন কাজ শেষ করার পরই তাওয়াফে যিয়ারত করেছেন। (দ্রষ্টব্য. সহীহ মুসলিম, হাদীস ১২১৮, ১৩০৫)

অবশ্য দশই যিলহজ্ব সুবহে সাদিক থেকেই তাওয়াফে যিয়ারতের সময় শুরু হয়ে যায়। তাই দশ তারিখে কংকর নিক্ষেপ করার আগে তাওয়াফে যিয়ারত করলেও তা আদায় হয়ে যাবে। তবে সুন্নত পরিপন্থী হবে। অবশ্য এ কারণে কোনো দম বা জরিমানা ওয়াজিব হবে না।

-বাদায়েউস সানায়ে ২/৩১৪; ফাতহুল কাদীর ২/৪৬৯; মানাসিক, মোল্লা আলী আলকারী পৃ. ৩৫৮; আদ্দুররুল মুখতার ২/৩৭০; গুনয়াতুন নাসিক পৃ. ১৭৮

Read more Question/Answer of this issue