Zilqad 1440 || July 2019

মুহাম্মাদ আবদুল মাজেদ - মনিরামপুর, যশোর

৪৮০৯. Question

আমাদের গ্রামে আমার বড় মামা গরু ক্রয়-বিক্রয় করেন। তাকে সবাই গরু বেপারী বলে চেনে। তার লেনদেনের পদ্ধতি হল, তিনি একটা গরু ক্রয় করে ১০-১৫ দিন বাড়িতে রেখে বিক্রি করে দেন। আবার কখনো ১ মাস বা দেড় মাসের মত রেখে বিক্রি করে দেন।

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, এটার কারণে তার উপর যাকাত আসবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

Answer

হাঁ, উক্ত ব্যক্তি যেহেতু ব্যবসার উদ্দেশ্যে গরু ক্রয় করে তাই তা যাকাতযোগ্য সম্পদ বলে গণ্য হবে। সুতরাং যাকাতবর্ষ শেষে অতিরিক্ত কোনো গরু থেকে গেলে সেগুলোর মূল্য হিসাব করে যাকাত আদায় করতে হবে।

-সুনানে আবু দাউদ, হাদীস ১৫৫৭; কিতাবুল আছল ২/৯৭; শরহু মুখতাসারিত তাহাবী ২/৩৩৬; আলমুহীতুল বুরহানী ৩/১৬৩; ফাতহুল কাদীর ২/১৬৬; ফাতাওয়া খানিয়া ১/২৫০

Read more Question/Answer of this issue