Zilqad 1440 || July 2019

আবদুর রহীম - নালিতাবাড়ি, শেরপুর

৪৮০৫. Question

কিছুদিন আগে আমাদের মসজিদে একটি বিদেশি জামাত আসে। ঘটনাক্রমে ইমাম সাহেব অনুপস্থিত থাকায় বিদেশি মেহমানদের একজন ইমামতি করেন। ইমাম সাহেব মুসাফির থাকার কারণে তিনি দুই রাকাত পড়ে সালাম ফেরানোর পর আমি বাকি দুই রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাই। আমি এই দুই রাকাতে সূরা ফাতিহা পড়ি এবং যথারীতি নামায শেষ করি। কিন্তু শেষ বৈঠকে ভুলে তাশাহহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলি এবং সিজদায়ে সাহু না করেই নামায শেষ করি। জানার বিষয় হল, আমার নামায কি সহীহ হয়েছে? জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

আপনার উক্ত নামায আদায় হয়ে গেছে। কেননা অবশিষ্ট দুই রাকাতে আপনি লাহেক ছিলেন। অর্থাৎ একা পড়লেও তা ইমামের পেছনে পড়া হয়েছে বলেই ধর্তব্য হবে। তাই এই বাকি দুই রাকাত নামায আদায় করার সময় কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না। সুতরাং আপনার সাহু সিজদা না দেওয়া ঠিকই হয়েছে এবং উক্ত নামায সহীহ হয়েছে। তা দোহরাতে হবে না।

-ফাতাওয়া খানিয়া ১/১৬৯; হাশিয়াতুশ শুরুমবুলালী আলাদ দুরার ১/১৩৫; আদ্দুররুল মুখতার ২/১২৯

Read more Question/Answer of this issue