Zilqad 1440 || July 2019

মুহাম্মাদ আবদুর রহমান - কাশিপুর, যশোর

৪৮০৩. Question

একবার আমি কুরআন শরীফ পড়ছিলাম। কুরআন শরীফ পড়ার মাঝে অযু ভেঙে যায়। তাই আমি পরিহিত জামার এক কোনা দিয়ে কুরআন শরীফ উঠিয়ে রাখি। মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, অযু ছাড়া এভাবে জামার কোনা দিয়ে কি কুরআন শরীফ উঠিয়ে রাখা যায়? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার পরিহিত কাপড়ের কোনা দিয়ে কুরআন মাজীদ স্পর্শ করা ঠিক হয়নি। কারণ অযু না থাকলে পরিহিত কাপড় দ্বারাও কুরআন মাজীদ স্পর্শ করা নিষেধ। এ ভুলের জন্য ইস্তিগফার করবেন।

উল্লেখ্য যে, অযু বিহীন অবস্থায় কুরআন  মাজীদ স্পর্শ করতে চাইলে শরীর থেকে পৃথক পবিত্র কোনো কাপড় দ্বারা ধরা যাবে।

-ফাতহুল কাদীর ১/১৪৯; হালবাতুল মুজাল্লী ১/১৮৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১০৪; তাবয়ীনুল হাকায়েক ১/১৬৬; আলবাহরুর রায়েক ১/২০১

Read more Question/Answer of this issue