জহিরুল ইসলাম - নরসিংদী
৪৭৯৪. Question
যদি কাউকে এই শর্তে ২১ হাজার টাকা দেওয়া হয় যে, আগামী এক বছর পর আমাকে ২০ হাজার টাকা ও ১২ মন ধান দেবে, এমন চুক্তি করা বৈধ হবে কি? যদি না হয়, তাহলে তার কারণ কী? বা কীভাবে বৈধ হবে জানাবেন।
Answer
প্রশ্নোক্ত চুক্তিটি নাজায়েয। এটি সুদ গ্রহণের ছুতা। যদিও এক্ষেত্রে একথা বুঝাবার চেষ্টা করা হচ্ছে যে, ২০ হাজার টাকার বিনিময়ে ২০ হাজার টাকা এবং বাকি এক হাজার টাকার বিনিময়ে বার মন ধান বিক্রি হচ্ছে। কিন্তু বাস্তবে বিষয়টি এমন নয়। কেননা এটা সবাই জানে যে, এক হাজার টাকায় বার মন ধান কেউ বিক্রি করবে না। এখানে বিক্রি করা হয়েছে মূলত বিশ হাজার টাকা ঋণ পাওয়ার কারণে আর ঋণ প্রদান করে অতিরিক্ত সুবিধা ভোগ করাই সুদ। সুতরাং এটা সুদ গ্রহণের একটি অপকৌশল মাত্র, যা সম্পূর্ণ হারাম।
-আসসুনানুল কুবরা, বাইহাকী ৫/৩৫০; আননুতাফ ফিল ফাতাওয়া পৃ. ২৯৬; আলমুগনী, ইবনে কুদামা ৬/১১৬