Shawal 1440 || June 2019

কাউসার আহমাদ - বসুন্ধরা, ঢাকা

৪৭৯০. Question

আমার চাচা দুবাইতে থাকেন। সেখানে তার একটি আতরের দোকান আছে। গত বছর বসুন্ধরা সিটিতে আরেকটি আতরের দোকান কিনেছেন। আমি সেই দোকান দেখাশোনা করি। মাঝে মাঝে চাচা এসে হিসাব নেন। এখন জানার বিষয় হচ্ছে, যাকাত আদায়ের ক্ষেত্রে আমার চাচার এই দেশের দোকানের আতরের হিসাব কোন্ দেশের মূল্য অনুযায়ী করবেন, দুবাইয়ের  নাকি বাংলাদেশের?

 

Answer

যাকাতযোগ্য সম্পদ যে স্থানে থাকে সেই স্থানের বাজারমূল্য অনুযায়ী উক্ত সম্পদের মূল্য নির্ধারণ করতে হয়। তাই আপনার চাচা বিদেশে থাকলেও তার বাংলাদেশের দোকানের আতরগুলোর মূল্য বাংলাদেশের বাজারমূল্য হিসেবেই হিসাব করতে হবে।

-তাবয়ীনুল হাকায়েক ২/৭৮; ফাতহুল কাদীর ২/১৬৭; আলবাহরুর রায়েক ২/২২৯; আদ্দুররুল মুখতার ২/২৮৬

Read more Question/Answer of this issue