Shawal 1440 || June 2019

মারুফ হাসান - পুলপার, মুহাম্মাদপুর

৪৭৮৯. Question

আমার ভগ্নিপতি ইতালিতে থাকেন। তিনি তার যাকাতের টাকা থেকে বিশ হাজার টাকা আমার নিকট পাঠান তার অসুস্থ ফুফুকে দেওয়ার জন্য। আমার পরীক্ষা থাকায় টাকা পৌঁছাতে এক দিন দেরি হয়ে যায়। আর সেদিনই আমি যাওয়ার পূর্বে তার ফুফু হাসপাতালে মারা যান। এখন জানার বিষয় হচ্ছে, তার ফুফু কি এই টাকার মালিক হয়ে গিয়েছিল? যার ফলে টাকাগুলো তার সন্তানদের দিয়ে দিতে হবে? নাকি অন্য জায়গায় দেওয়া যাবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে টাকাগুলো যেহেতু আপনার ভগ্নিপতির ফুফুকে পৌঁছাতে পারেননি তাই তিনি উক্ত টাকার মালিক হননি। বরং টাকাগুলো আপনার ভগ্নিপতির মালিকানাতেই থেকে গেছে। সুতরাং ঐ মহিলার সন্তানদেরকে টাকাগুলো দেওয়া আবশ্যক হবে না; বরং এক্ষেত্রে ঐ মহিলার সন্তানদের দিতে চাইলে আপনার ভগ্নিপতির অনুমতি লাগবে। কিংবা তার অনুমতিক্রমে উক্ত টাকা যাকাত গ্রহণের উপযুক্ত অন্য কাউকেও দেওয়া যাবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯০; আদ্দুররুল মুখতার ২/২৭০

Read more Question/Answer of this issue