Shawal 1440 || June 2019

আযীযুল হক - ফার্মগেট, ঢাকা

৪৭৭৯. Question

আমার অসুস্থতার কারণে ডাক্তার প্রস্রাবের রাস্তার সাথে ক্যাথেটার লাগিয়ে দিয়েছে। তাই এক মাওলানা সাহেবের কথামতো আমি নামাযের প্রত্যেক ওয়াক্তে নতুন করে অযু করে নামায পড়ছি। প্রশ্ন হল, আমি এই ওযর থাকা অবস্থায় চামড়ার মোজা পরলে প্রতি ওয়াক্তের অযুর সময় পা না ধুয়ে মোজার উপর মাসাহ করতে পারব কি না?

Answer

মাযূর ব্যক্তি এবং সুস্থ ব্যক্তির মোজার উপর মাস্হের হুকুমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মাযূর অবস্থায় পা-মোজা পরলে প্রতি ওয়াক্তের নতুন অযুর সময় মোজা খুলে পা ধুতে হবে। এক্ষেত্রে চামড়ার মোজার উপর মাসাহ করতে পারবে না। তবে মাযূর অবস্থায় কোনো ওয়াক্তে একবার অযু করার পর মোজা পরলে ঐ ওয়াক্তের মধ্যে অন্য কারণে ওযু ভঙ্গ হলে তখন অযু করার সময় পা ধৌত না করে মোজার উপর মাসাহ করা যাবে। সুতরাং আপনি মাযূর থাকা অবস্থায় মোজা পরলে আপনার ক্ষেত্রে উক্ত হুকুম প্রযোজ্য হবে। আপনি সুস্থ মুকীম ব্যক্তিদের মত এক দিন এক রাত মাসাহ করতে পারবেন না।

প্রকাশ থাকে যে, কোনো ব্যক্তি যদি সুস্থাবস্থায় পূর্ণ অযু করে মোজা পরিধান করে অতপর সে মাযূর হয়ে যায় তাহলে সে মুকীম হলে এক দিন এক রাত পর্যন্ত সুস্থ ব্যক্তির মত মাসাহ করতে পারবে।

-কিতাবুল আছল ১/৮৩; আলমাবসূত, সারাখসী ১/১০৫; আলবাহরুর রায়েক ১/১৬৯; খুলাসাতুল ফাতাওয়া ১/২৮; ফাতাওয়া তাতারখখানিয়া ১/৪১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৪; আদ্দুররুল মুখতার ১/২৭১

Read more Question/Answer of this issue